সাঙ্গু-মাতামুহুরী বনে ক্যামেরায় ধরা পড়ল বিরল চিতাবাঘ

টাইমস রিপোর্ট
1 Min Read
সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের সাঙ্গু-মাতামুহুরী সংরক্ষিত বনে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে একটি চিতাবাঘের ছবি, যা ধারণ করেছে পরিবেশবাদী সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ)। ছবি: ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের সাঙ্গু-মাতামুহুরী সংরক্ষিত বনে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের ছবি। বেসরকারি সংস্থা ‘ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স’ (সিসিএ) এর বসানো ক্যামেরায় সম্প্রতি প্রাণীটির ছবি ধরা পড়েছে।

দিনের আলোয় ক্যামেরায় ধরা পড়ে চিতাবাঘটি, যার দুটি ছবি বুধবার রাতে ফেইসবুকে পোস্ট করেছে সিসিএ। ছবিতে দেখা যায়, গাছপালার ভেতরে থেকে বেরিয়ে এসে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছে চিতাবাঘটি।

সিসিএ’র সিইও শাহরিয়ার সিজার রহমান জানান, এটি প্রমাণ করে বনে এখনও চিতাবাঘের অস্তিত্ব রয়েছে। তবে সংখ্যাটি অজানা। সিসিএ এর আগেও ২০১৫ সালে একই এলাকায় একটি চিতাবাঘের ছবি পেয়েছিল।

সিসিএ’র চলমান ক্যামেরা ট্র্যাপিং প্রকল্পটির দলনেতা সৌরভ চাকমা বলেন, প্রায় এক বছর ধরে মূলত সূর্য ও এশীয় ভালুক পর্যবেক্ষণে ক্যামেরা বসানো হলেও এতে চিতাবাঘের চিত্র ধরা পড়ে, যা একটি ‘ফটোগ্রাফিক এভিডেন্স’।

বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক এম মনিরুল এইচ খান বলেন, চিতাবাঘের উপস্থিতি একটি আশাব্যঞ্জক সংকেত। তবে এর অস্তিত্ব টিকিয়ে রাখতে বন সংরক্ষণ জোরদার করা জরুরি, কারণ শিকার ও বন উজাড়ের কারণে অতীতে এই প্রজাতির সংখ্যা কমেছে।

চিতাবাঘ সীমান্ত পেরিয়ে আসেনি বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এটি দেশীয় প্রজাতি এবং স্থানীয় বাসস্থানের মধ্যেই এর বিচরণ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *