সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজ। প্রায় এক যুগ ধরে দেশের সিনেমা, নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করে যাচ্ছেন। তরুণ এ সংগীত পরিচালক নিজের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখেন গান নিয়ে অনেক দূর যাওয়ার।
এবার ঈদুল আজহার একমাত্র আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। শাকিব খান অভিনীত সিনেমাটির ‘হবে তাণ্ডব’ গানটি বেশ শ্রোতাপ্রিয় হয়েছে। এর সুরকার ও সংগীত পরিচালক হিসেবে বেশ আলোচনায় রয়েছেন নাভেদ পারভেজ। শুধু এ গান নয় এবারের ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’-এরও দুটি গানের সংগীত পরিচালনা করেছেন তিনি। এগুলো হচ্ছে-আরিফ রহমান জয়ের গাওয়া সিনেমার টাইটেল ট্র্যাক এবং অন্যটি জেফারের গাওয়া ‘ধামাকা’।
নাভেদ পারভেজ বলেন, ‘সংগীত আমার আত্মার গভীরে গেঁথে আছে। আমি যে প্রকল্পেই কাজ করি না কেন, সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। প্রযোজকরা আমার ওপর যে আস্থা রাখেন এবং দর্শকদের কাছ থেকে যে ভালবাসা পাই তা আমাকে অসীম আনন্দ দেয়। আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে যখন কেউ সিনেমায়, লাইভ শোতে বা অন্য কোথাও আমার গান বাজায়। সবার ভালবাসায়, আমি সংগীত নিয়ে আরও অনেক এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি।’
আগের বছরের সর্বাধিক ব্যবসা করা সিনেমা ‘তুফান’-এর টাইটেল ট্র্যাকেও নাভেদ সংগীত পরিচালক ছিলেন। বেশ জনপ্রিয়তা গানটিও গেয়েছিলেন আরিফ রহমান জয়। নাভেদ এর আগে ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর ইমরান ও কোনালের গাওয়া ‘সুরমা সুরমা’ ও সজলের গাওয়া ‘বারুদ’ গানগুলো করেছিলেন।
২০১৪ সাল থেকে নাভেদ সংগীত জগতে সক্রিয়। তার সংগীত পরিচালনায় সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমার ‘চল নিরালায়’। তার অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে ‘ফেরাতে পারিনি’, ‘রোজ বেলাশেষে’, ‘প্রেমের বাকি গল্প সাজাই’, ‘দিল আমার খুশিতে ঢাং ঢাং করে’, ‘আমি পরবো না তোমার হতে’, ‘আয়না বলনা’ বেশ সাড়া জাগিয়েছে ।