ব্রাজিলে বেলুন দুর্ঘটনায় নিহত ৮

2 Min Read
ব্রাজিলে প্রাইয়া গ্র্যান্ডে শহরে হট এয়ার বেলুন দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
Highlights
  • বেলুনটির পাইলটসহ অন্য ১৩ জন প্রাণে বেঁচে গেছেন। বেলুনটি একটি স্বাস্থ্য কেন্দ্রের কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয় বলেও জানা গেছে।

ব্রাজিলে হট এয়ার বেলুন দুর্ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন একটি রাজ্যের গভর্নর। শনিবার সকালে প্রাইয়া গ্র্যান্ডে শহরে বেলুনটিতে ২১ জন যাত্রী ছিলেন।

সান্তা ক্যাটারিনা রাজ্যের গভর্নর জর্জিনহো মেলো এক্স (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

রাজ্য সরকারের প্রেস অফিস জানিয়েছে, বেলুনটির পাইলটসহ অন্য ১৩ জন প্রাণে বেঁচে গেছেন। বেলুনটি একটি স্বাস্থ্য কেন্দ্রের কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয় বলেও জানা গেছে।

প্রাইয়া গ্র্যান্ডে থানার অফিসার তিয়াগো লুইজ লেমোস সাংবাদিকদের জানিয়েছেন, পাইলটের ভাষ্যমতে, বেলুনটির ভেতরে আগুন লেগে যায়। এরপর তিনি বেলুনটি নিচে নামাতে শুরু করেন ও মাটির খুব কাছাকাছি চলে আসে, তখন তিনি যাত্রীদের লাফ দিতে বলেন।’

যাত্রীরা লাফ দিতে শুরু করেন, কিন্তু কিছু মানুষ পারেননি। আগুনের তীব্রতা বাড়তে থাকে বেলুনটি আবার ওপরে উঠতে শুরু করে। পরে এটি ভূপাতিত হয়।

রাজ্য সরকার জানিয়েছে, ১৩ জন আহতদেরকে কাছাকাছি হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

এক্স পোস্ট করা একটি ভিডিওতে গভর্নর মেলো, বর্তমানে একটি সরকারি সফরে চীনে অবস্থান করছেন, জানান, ‘উদ্ধার, সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহমর্মিতা জানাতে রাজ্যের সম্পূর্ণ কাঠামো সেখানে পাঠানো হয়েছে এবং আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা শোকাহত। এটি একটি ট্র্যাজেডি।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা এক্স একটি পোস্টে নিহতদের পরিবারের প্রতিসংহতি’ প্রকাশ করেছেন।

প্রাইয়া গ্র্যান্ডে দক্ষিণ সান্তা ক্যাটারিনায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন নগরী। শহরটি বেলুন ভ্রমণের জন্য বিখ্যাত।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *