ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখানে তিনি স্থায়ী হচ্ছেন নাকি শুধু বেড়াতে গিয়েছেন তা নিয়ে চলছে নানান গুঞ্জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাহি তার ফেসবুক আইডিতে কিছু ছবি পোস্ট করেন। নানা ভঙ্গিতে তোলা ছবিগুলো একটি বিমানের বিজনেস ক্লাসে তোলা। ক্যাপশনে তিনি লেখেন, ‘ওকে, বিদায়, ধন্যবাদ।’ ক্যাপশনের শেষে তিনি বিমান ও যুক্তরাষ্ট্রের পাতাকার ইমোজিও দেন। এ ছবি, ক্যাপশন ঘিরেই মূলত গুঞ্জনের সূত্রপাত।
জানা গেছে, মাহি মার্কিন মুলুকের নিউ ইয়র্ক শহরে থাকবেন। দেশটির গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন কি না, এমনটা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। এ বিষয়ে তিনি গণমাধ্যমে বলেন, ‘দেশটির ভিসা আমি অনেক আগেই পেয়েছিলাম। ভিসার মেয়াদ আছে কিন্তু ওইভাবে খুব একটা ঘুরে বেড়ানো হয়নি। এখন কিছুদিন ফ্রি আছি, তাই ভাবলাম একটু ঘুরে যাই। এর বাইরে অন্য কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘দেশে আমি আমার সন্তান ফারিশকে ফেলে এসেছি। ওকে ছাড়া আমি থাকতে পারি না। আমি খুব শিগগিরই দেশে ফিরব।’

গেল বছর আগস্টের শেষ সপ্তাহে এ জনপ্রিয় নায়িকা কলকাতা থেকে দেশে ফেরার সময় বিমানবন্দরে দেড় ঘণ্টা আটক ছিলেন। এ সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করে। শোনা যায়, তিনি এর মাসখানেক পরে আবার কলকাতা যান। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং করেন। তিনি দেশটিতে স্থায়ী হওয়ার চেষ্টা করছেন বলেও জানা গেছে। তবে এ বিষয়ে মুখ খোলেননি এ নায়িকা।
যুক্তরাষ্ট্রে মাহি ২০১৫ সালেও একবার চেষ্টা করেছিলেন। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে অভিষেক হওয়া নায়িকা হুট করে ঘোষণা দেন তিনি সিনেমা আর করবেন না। যদিও সেবার তিনি ছয় মাসের মাথায় দেশে ফিরে আসেন।
২০১২ সালের ৫ অক্টোবর ‘ভালোবাসার রঙ’ এর মাধ্যমে সিনেমায় অভিষেক হয় মাহিয়া মাহির। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘জান্নাত’। তিনি ২০২৪ এর সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়ে পাননি। পরবর্তীতে তিনি ‘রাজশাহী-১’ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তবে নির্বাচনে মাহি বিজয়ী হতে পারেননি।