‘হিরো নম্বর ওয়ান’ যখন মুক্তি পায় তখন বলিউডে ক্যারিয়ারের তুঙ্গে গোবিন্দ। কমেডি হিরো হিসেবে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছিলেন তিনি। এরপর হুট করে হারিয়ে গেলেন রুপালি পর্দা থেকে। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রঙিলা রাজা’ মুক্তি পেয়েছিল ২০১৯ এ। অর্ধযুগ ধরে তার কোনো সিনেমা নেই। তিনি নিজেকে টিকিয়ে রেখেছেন বিভিন্ন টিভি শো, স্টেজ শো দিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে তার পোস্ট করা একটি ভিডিওতে সে পুরানো গোবিন্দকে খুঁজে পেয়েছেন তার ভক্তরা। তারা বলছেন, তাদের ‘হিরো নাম্বার ওয়ান’ আবার ফিরে এসেছে।
ভিডিওতে গোবিন্দকে দেখা গেছে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে হেঁটে আসছেন। কালো স্যুট-প্যান্টের সঙ্গে একই রঙের টি-শার্ট পরনে। চোখে কালো সানগ্লাস। ঠোঁটের ওপর চিকন গোঁফ। তার এ লুকটি নস্টালজিক করে দিয়েছে ভক্তদের। ভিডিওয়ের নিচে তার কমেন্ট করেছেন, ‘গোবিন্দ যেনতেন একজন নায়ক না, তিনি একটা ব্র্যান্ড’।

ধারণা করা হচ্ছে গোবিন্দের এ লুকটি তার নতুন কোনো সিনেমার। যেটি নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করতেই হয়ত লুক ভিডিওটি প্রকাশ করেছেন।
পর্দায় ব্যতিক্রমী উপস্থিতি, অনবদ্য কমিক টাইমিং, অন্যরকম নাচের মুদ্রা–সবকিছু মিলিয়ে গোবিন্দ ৯০’র দশকে বলিউডের অন্যতম সেরা নায়ক হয়ে উঠেছিলেন। তার
অভিনীত সেরা সিনেমার মধ্যে রয়েছে–‘কুলি নাম্বার ওয়ান’, ‘দুলহে রাজা’, ‘রাজা বাবু’, ‘পার্টনার’।
একের পর এক দুর্দান্ত সফলতা পাওয়া ক্যারিয়ার গ্রাফ হুট করে ২০০০ সালের পর থেকে নিচে নামতে থাকে। তিনি মূলধারার সিনেমা থেকে বাদ পড়তে থাকেন। তার স্ত্রী সুনীতা সম্প্রতি এক সাক্ষাৎকারে এ পতনের পেছনে দায় চাপিয়েছেন ‘ভুল বন্ধুমহল’র সঙ্গে মেশাকে।