রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার রাতে পল্টনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার রাত একটার পর গোপন খবরের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের একটি দল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেট কারের গতি রোধ করার চেষ্টা করেন। এ সময় ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়। এতে দুই ডিবি সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গুলিবিদ্ধ দু’জন হলেন, এএসআই আতিক হাসান ও কনস্টেবল সুজন। আতিক পেটের বাম পাশে ও সুজন বাম হাঁটুতে গুলিবিদ্ধ হন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে আহতদের হাসপাতালে দেখতে গেছেন।
এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একটি প্রাইভেট কার জব্দ ও গাড়ি থেকে সাড়ে নয় হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।