মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন

টাইমস রিপোর্ট
2 Min Read
বীর মুক্তিযোদ্ধা, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু। ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন।

রোববার বিকেল ৫টা ১০মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৭৯ বছর। মোস্তফা মহসিনের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন বিএনপির এই দুই নেতা।

তিনি ১৯৪৫ সালের ১ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মীর জাহান ও মায়ের নাম রাহেলা খাতুন।

মোস্তফা মোহসীন মন্টু ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের ((বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতিতে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন। ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯২ সালে তিনি আওয়ামী লীগ থেকে বহিস্কৃত হন এবং কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দেন। ২০০৯ সালে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে মন্টু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৩ আসনে নির্বাচন করে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানের কাছে পরাজিত হন।

জানাজা ও দাফন

মোস্তফা মহসিন মন্টুর প্রথম নামাজে জানাজা বাদ এশা রাত পৌনে ৯টায় এলিফ্যান্ট রোডের মনোয়ারা মসজিদে অনুষ্ঠিত হবে। এদিকে দ্বিতীয় জানাজা সোমবা্র সকাল ৯টায় কেরানীগঞ্জে অনুষ্ঠিত হবে।  সোমবার দুপুর ২টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মোস্তফা মহসিন মন্টুর কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে।

এরপর গার্ড অব অনার দিয়ে রাজধানীর বনানীতে দাফন করা হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *