ইসরায়েলের উপর রোববার ভোরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ৮ জন নিহত ও ১৪০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ)। নিহতদের মধ্যে রয়েছে দুজন নারীসহ দুই শিশু।
হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চলের বহু আবাসিক এলাকায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান ও ইয়েমেনের পক্ষ থেকে সমন্বিতভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে তেল আবিব, জেরুজালেম ও দান অঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ এখনও নিখোঁজ, চলছে উদ্ধার তৎপরতা।
হাসপাতালগুলোতে আহতদের ঢল নেমেছে। কাপলান হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন, এডিথ উলফসন মেডিক্যালে ৩২ জন এবং তেল আবিব ইচিলভ মেডিক্যালে ২৫ জন। আহতদের মধ্যে শিশু ও বৃদ্ধরাও রয়েছেন।
একজন স্বাস্থ্যকর্মী জানান, তারা এ পর্যন্ত ২০ জনের বেশি আহতকে চিকিৎসা দিয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরও তিনজনের অবস্থা গুরুতর।
ধ্বংসস্তূপ, আগুন ও রকেটের খণ্ডাংশে সড়ক, যানবাহন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল সরকার জরুরি বৈঠক ডেকেছে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছে সরকারি সূত্র। কেন্দ্রীয় ইসরায়েলজুড়ে এখন সর্বোচ্চ সতর্কতা চলছে।