জুলাই অভ্যুত্থানের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে হামলার ঘটনায় আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন (৪৫) ঢাকা কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
কারা সূত্র জানিয়েছে, রোববার সকালে কারাগারের ‘সূর্যমুখী ভবনের’ একটি কক্ষে গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সুজন। এরপর তাকে দ্রুত উদ্ধার করে কারা হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি সাধারণ একটি কক্ষে ছিলেন এবং আত্মহত্যার সময় রুমের একজন বন্দি ঘুমিয়ে ছিলেন, অপরজন ছিলেন আদালতে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা অভ্যন্তরে আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আইজি প্রিজন্স।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন জানান, সুজনের বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাও আছে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গত জানুয়ারিতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।