ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। তবে দর্শকসংকটে আলোচিত ‘তাণ্ডব’ বন্ধ করে অন্য সিনেমা তুলতে বাধ্য হয়েছে নওগাঁর একটি হল কর্তৃপক্ষ।
জানা যায়, মুক্তি পাওয়ার আগেই শোরগোল ফেলে দেওয়া ‘তাণ্ডব’ সিনেমাটি ঈদের আগে নওগাঁর দেলুয়াবাড়ি এলাকার ‘ফাইভ স্টার সিনেমা হলে’ মুক্তি পেয়েছিল। প্রচারণা সত্ত্বেও আশানুরূপ দর্শক টানতে ব্যর্থ হওয়ায় হল কর্তৃপক্ষ এটি বন্ধ করে দিয়েছে। এর বদলে এখন চালানো হচ্ছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ঈদের আরেকটি সিনেমা ‘টগর’।

হল কর্তৃপক্ষ জানিয়েছে, তাণ্ডব ছবিটি চালানো হচ্ছিল উচ্চ ভাড়ায়। কিন্তু ঈদের সপ্তাহ পার হলেও আশানুরূপ দর্শক পাননি তারা। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ে নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে। শাকিব খানের সিনেমা নামিয়ে দিয়ে এখন তারা চালাচ্ছেন আদর আজাদের সিনেমা।
‘এখনকার দর্শকরা নতুন ধাঁচের গল্প দেখতে চায়। “টগর”-এর গান ও ট্রেইলার দেখে আমাদের মনে হয়েছে এটি ভালো চলবে। ঢাকার আজাদেও এর সেল ভালো যাচ্ছে। আমরা এমন ছবি চালাতেই আগ্রহী’, বলছেন বাণিজ্য সংশ্লিষ্টরা।
আলোক হাসান পরিচালিত ও এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত টগর যদিও মাল্টিপ্লেক্সে আপাতত প্রদর্শন বন্ধ রয়েছে, তবে এটি ঢাকার আজাদ এবং কিশোরগঞ্জের বাবু টকিজে চলছে। অন্যদিকে ১৩২ হলে মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ বর্তমানে ১৩০ হলে চলছে।