ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোইং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনায় ২৯১ জন যাত্রী নিহত হয়েছেন। ওই উড়োজাহাজে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে কেবল একজনের বেঁচে যাওয়ার তথ্য মিলেছে।আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর ফ্লাইটটি দুর্ঘটনায় পতিত হয়।
আহমেদাবাদের পুলিশ কমিশনার জি.এস. মালিক জানান, একমাত্র জীবিত ব্যক্তি ১১-এ সিটে বসেছিলেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।
তিনি বার্তা সংস্থা এএনআই-কে জানান, ‘একজন জীবিত ব্যক্তিকে পাওয়া গেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এখনও মৃত্যুর চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করতে পারছি না, কারণ উদ্ধারকাজ এখনও চলমান।’
আহমেদাবাদের পুলিশ প্রধানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ২০৪টি লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি নিশ্চিতভাবে জানা যায়নি যে, এই ২০৪ জনের সবাই উড়োজাহাজটির যাত্রী ছিলেন, নাকি দুর্ঘটনাস্থলে কিছু মানুষ নিহত হয়েছেন। এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ নাগরিক এবং ১১ জন শিশু ছিলেন।
উড়োজাহাজটি শহরের বাইরের একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয়ে পড়লে আগুন ধরে যায়। এর ফলে ঘন ধোঁয়া আকাশে উঠতে থাকে, যা এই ঘন বসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, উড়োজাহাজটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হয় এবং সেখানে থাকা মেডিকেলের ৫ শিক্ষার্থী নিহত হন।
দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ ছাত্রাবাসের ডাইনিং এরিয়ায় আটকে রয়েছে, যেখানে কিছু প্লেটে অস্পশ্য খাবারও দেখা যাচ্ছে।