দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর পাঁচ দেশের নিষেধাজ্ঞা   

2 Min Read
তেল আবিবে ইসরায়েল সরকার বিরোধী বিক্ষোভ। ফাইল ফটো, সিনহুয়া

অতি ডানপন্থী ইসরায়েলি দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যসহ পাঁচটি দেশ। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার সহিংসতার উসকানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পদক্ষেপের অংশ হিসেবে ইসরায়েলি মন্ত্রী, ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচ-এই দুজনকেই যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই সঙ্গে দেশটিতে থাকা তাদের সব সম্পদও জব্দ করা হবে।

দুই মন্ত্রীই ফিলিস্তিনিদের জন্য গাজা উপত্যকায় সাহায্য প্রবেশের বিরোধিতা করে আসছেন। একই সঙ্গে সেখানকার বাসিন্দাদের গাজার বাইরে পূনর্বাসনের আহ্বান জানিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, অস্ট্রেলিয়া, নরওয়ে, কানাডা এবং নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা মঙ্গলবার ঘোষণা করা হয়।

এদিকে ইসরায়েল বলছে, নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ অত্যন্ত নিন্দনীয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির  চরম সহিংসতা এবং ফিলিস্থিনিদের মানবাধিকারের গুরুতর লঙ্ঘন করার সুযোগ করে দিয়েছেন।

অন্যদিকে, যুক্তরাজ্যের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক্স-এর এক পোস্টে লিখেছেন, এই নিষেধাজ্ঞা, যুদ্ধবিরতি কার্যকর করার মাধ্যমে সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করে না।

একই সঙ্গে তিনি দেশগুলোকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে।

এ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, অগ্রহণযোগ্য এই পদক্ষেপের বিরুদ্ধে কী জবাব দেয়া হবে, তা নিয়ে আলোচনা করতে সামনের সপ্তাহে বৈঠকে বসবে ইসরায়েলি মন্ত্রিসভা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *