এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ খেলেও হেরেছে বাংলাদেশ। একের পর এক সুযোগ তৈরি করে কাজে না লাগাতে পারায় ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেছে হামজা-সামিত সোমরা।
জাতীয় স্টেডিয়ামে দাপুটে ফুটবল খেললেও প্রথমার্ধে সং উই ইয়াং গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ইকসান মেন্ডির করা গোল হজমের পর রাকিবের গোলে ব্যবধান কমায় লাল-সুবজের দল।
ম্যাচজুড়ে একাধিক গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন সামিত সোম-শাকিল আহাদ তপু ও হামজা চৌধুরী। ঠিকঠাক কাজে লাগাতে পারেননি রাকিব-ফাহামিদুল-আল আমিন ও ফাহিমরা।
এই হারের পর এএফসি বাছাইয়ে নিজেদের গ্রুপে তিনে রইল বাংলাদেশ। হংকংয়ের কাছে ১-০ গোলে হারের দিনে ভারত আছে সবার নিচে। গ্রুপে সবার ওপরে আছে সিঙ্গাপুর।