বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে গাইবেন জেফার

টাইমস রিপোর্ট
2 Min Read
জেফার রহমান । ছবি: ফেসবুক

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানী ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। তবে খেলার আগে থাকছে কনসার্ট। এতে নাচে-গানে দর্শক-শ্রোতাদের মাতাবেন সংগীতশিল্পী-অভিনেত্রী জেফার রহমান। অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেফার লিখেছেন, ‘বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে পারফর্ম করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। চলো যাই বাংলাদেশ!’

কনসার্ট সঞ্চালনা করবেন বাফুফের অফিসিয়াল সঞ্চালক মাহামুদা মাহা। তিনি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘হাই-ভোল্টেজ ম্যাচের জন্য আমি প্রস্তুত। আপনারা কি আগামীকালের জন্য প্রস্তুত?’

জেফার রহমান ও মুজা । ছবি: ইউটিউব

কনসার্টে জেফার ছাড়াও সংগীত পরিবেশন করবেন মুজা। সর্বশেষ বিপিএলের থিম সং গেয়েছেন তিনি। ‘ঝুমকা’, ‘আড়ালে হারালে’ ও ‘নেই প্রয়োজন’ শিরোনামের তিনটি গানে একসঙ্গে কাজ করেছেন তারা।

হামজা চৌধুরী ও তার স্ত্রী অলিভিয়ার সঙ্গে জেফার রহমান । ছবি: ফেসবুক

প্রবাসী তিন তারকা হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম ও শমিত সোমকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিয়ে দর্শক-সমর্থকদের আগ্রহ অনেক বেড়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও এই ফুটবলারদের প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি হামজা ও তার স্ত্রী অলিভিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জেফার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন গায়িকা। এবার হামজাদের জন্য শুভকামনা জানিয়ে গান গেয়ে শোনাবেন তিনি।

বাফুফে জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২টায় স্টেডিয়ামের সব ফটক খোলা হবে। দর্শকদের জন্য ব্যাগ, বোতল কিংবা অতিরিক্ত সামগ্রী সঙ্গে আনা নিষিদ্ধ। টিকিট না পাওয়া দর্শকদের জন্য ঢাকার ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরসহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে ফেডারেশন। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষ হবে রাত ৯টায়।

(বাঁ থেকে) রায়হান রাফী, সাবিলা নূর, শাকিব খান ও জেফার রহমান । ছবি: কানন ফিল্মস

এদিকে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত দুটি চলচ্চিত্রে জেফারের গান রয়েছে। রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ ছবিতে ‘লিচুর বাগানে’তে প্রীতম হাসান, আলেয়া বেগম ও মঙ্গল মিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এই তরুণী। এছাড়া সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’-এর আইটেম গান ‘ধামাকা’ গেয়েছেন তিনি। পর্দায় জেফার নিজেই গানটির সঙ্গে নেচেছেন ও ঠোঁট মিলিয়েছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *