ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের জিন্দা পার্ক প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্যের মেলবন্ধনের এক অপূর্ব নিদর্শন। ভ্রমণপ্রেমীদের কাছে জনপ্রিয় এই পার্কে এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে। বরাবরের মতো অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন শাইখ সিরাজ।
‘কৃষকের ঈদ আনন্দ’তে উঠে এসেছে মহানগরের এত কাছে থেকেও শহুরে জীবনের প্রতিযোগিতামূলক বাস্তবতা থেকে জিন্দা গ্রামের বাসিন্দারা কীভাবে নিজেদের আলাদা রেখেছেন। কৃষি ও প্রকৃতিকে অক্ষুণ্ন রেখে কীভাবে সুশৃঙ্খল জীবনযাপন করছেন তারা। পাঁচ হাজার গ্রামবাসী সম্মিলিত হয়ে কীভাবে গড়ে তুলেছেন প্রকৃতির অভয়ারণ্য জিন্দা পার্ক। সবুজের মাঝে নানান খেলার ফাঁকে ফাঁকে তুলে ধরা হয়েছে জিন্দা গাঁয়ের ইতিহাস ও সংস্কৃতি।
শাইখ সিরাজের আশা– গ্রামীণ মানুষের জীবনের স্বচ্ছতা, আবেগ, আনন্দ ও সংগ্রাম দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। তিনি বলেন, ‘শুধু বিনোদনমূলক অনুষ্ঠান নয় “কৃষকের ঈদ আনন্দ”র মাধ্যমে প্রতিবছর উঠে আসে গ্রামবাংলার মাটি, মানুষ ও সংস্কৃতির নতুন নতুন গল্প ও কৃষকদের রঙিন মুখছবি।’

‘কৃষকের ঈদ আনন্দ’ এবারও সাজানো হয়েছে ভিন্ন আমেজে। খেলার তালিকায় রয়েছে নতুনত্ব ও বৈচিত্র্য। খেলার মধ্যে থাকছে– বৃক্ষমানবের দৌড়, তুলার খাঁচায় চাবি খোঁজা, শিশুদের প্রতিযোগিতামূলক বল খোঁজা, লুঙ্গি বাইচ, লেকের পাড়ে বউ সাজানো, তৈলাক্ত কলাগাছ ঝুলে লেক পার হওয়া। এসব মজার খেলায় অংশ নিয়েছেন স্থানীয় কৃষক, নারী ও শিশু এবং বিভিন্ন পেশার মানুষ।

ঈদের পরদিন রোববার বিকেল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘কৃষকের ঈদ আনন্দ’।