বিশ্বকাপ বাছাইয়ে ইতালিকে ৩-০ গোলে বিধ্বস্ত করলো নরওয়ে

টাইমস স্পোর্টস
3 Min Read

২৫ বছর পর ইতালিকে হারাল নরওয়ে, গ্রুপে শীর্ষে উঠে স্বপ্ন দেখছে বিশ্বকাপের

ওসলোতে যেন রূপকথা লিখলেন আর্লিং হলান্ড ও তার সতীর্থরা। উলেভল স্টেডিয়ামে শুক্রবার রাতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘আই’-এর শীর্ষে উঠে এসেছে নরওয়ে। এ জয়ে তারা ২৫ বছর পর প্রথমবার ইতালিকে হারানোর স্বাদ পেল।

ম্যাচের সবচেয়ে বড় তারকা ছিলেন আর্লিং হলান্ড। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মার্টিন ওডেগার্ডের থ্রু পাস থেকে গোলটি করেন। দারুণ দক্ষতায় গোলরক্ষক ডনারুম্মাকে কাটিয়ে নিজের ৪১তম আন্তর্জাতিক গোলটি করেন মাত্র ৪২ ম্যাচে।

শুরুটা করলেন সোরলথ, বিস্ময় উপহার দিলেন নুসা

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ধার ছিল নরওয়ের। প্রথম গোল আসে আলেকজান্ডার সোরলথের কাছ থেকে, যিনি আন্তোনিও নুসার পাস থেকে বুদ্ধিদীপ্ত ফিনিশে এগিয়ে দেন দলকে। এরপর ২০ বছর বয়সী নুসা নিজেই বল নিয়ে দুই ইতালিয়ান ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে দ্বিতীয় গোল করেন।

তিন গোলের পরও নরওয়ের গতি কমেনি। ম্যাচজুড়ে তাদের আক্রমণ ছিল সুসংগঠিত আর প্রাণবন্ত। বিপরীতে ইতালি ছিল ছন্দহীন ও এলোমেলো। একাধিক মূল খেলোয়াড় না থাকায় কোচ লুচিয়ানো স্পালেত্তিকে নামাতে হয় এক পরীক্ষামূলক রক্ষণভাগ। সেন্টারব্যাক দিয়েগো কপোলার নেতৃত্বে গড়া সেই রক্ষণের সামনে তান্ডব চালান হলান্ড ও নুসা।

হতাশাজনক ইতালি, ফের প্লে-অফ আতঙ্ক

ইতালির জন্য এটি আরেকটি বড় ধাক্কা। তারা এর আগের দুটি বিশ্বকাপেও কোয়ালিফাই করতে পারেনি, আর এবারও পরিস্থিতি হচ্ছে জটিল। প্রথম স্থান অর্জন না করতে পারলে প্লে-অফে যেতে হবে, যেখানে ২০১৮ সালে সুইডেন এবং ২০২২ সালে নর্থ ম্যাসেডোনিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।

ইতালির আক্রমণভাগ ছিল নিষ্প্রভ। সিরি আ’র সর্বোচ্চ গোলদাতা মাতেও রেটেগুই ছিলেন একেবারে চুপচাপ। গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ ছিল আজ্জুরিরা।

রাজা ছিলেন গ্যালারিতে, নরওয়ে ছিল অনুপ্রাণিত

নরওয়ের রাজা হ্যারাল্ড পঞ্চম নিজে উপস্থিত ছিলেন মাঠে। ম্যাচশেষে পুরো গ্যালারি ছিল উল্লাসে মাতোয়ারা। দেশজুড়ে এখন বিশ্বাস জন্ম নিচ্ছে—এই নরওয়ে দল হয়তো এবার বিশ্বকাপে বড় কিছু করে ফেলতে পারে।

তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপে শীর্ষে নরওয়ে। অন্যদিকে, ইসরায়েল ৩-১ গোলে এস্তোনিয়াকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সোমবার ইতালি খেলবে মলদোভার বিপক্ষে, আর নরওয়ের পরের ম্যাচ এস্তোনিয়ার বিপক্ষে।

আর্লিং হলান্ডের ফর্ম, তরুণ নুসার ঝলক, ওডেগার্ডের নেতৃত্ব আর সুশৃঙ্খল দলগঠন—সব মিলিয়ে যেন নরওয়ের ফুটবলে নতুন দিনের সূচনা ঘটছে। বিশ্বকাপের টিকিটের দৌড়ে তারা এখন অন্যতম ফেভারিট।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *