ঈদের সময় মোট ১২ দিন দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন।
তিনি জানান, ঈদুল আজহার সময় যাত্রীদের যাতায়াত যাতে নিরাপদ, নির্বিঘ্ন এবং যান চলাচল স্বাভাবিক থাকে, সেজন্য দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, ‘সড়কপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঈদের আগের ছয় দিন, ঈদের দিন এবং ঈদের পরের পাঁচ দিন অর্থাৎ মোট ১২ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আরেকটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘মে মাসে বাংলাদেশ থেকে ৪৭৩ কোটি ৭৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরের ১১ মাসে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৫ বিলিয়ন বা সাড়ে চার হাজার কোটি ডলার। আগের অর্থবছরের প্রথম ১১ মাসে এ পরিমাণ ছিল ৪০ হাজার ৮৫ কোটি ডলার। সে হিসাবে, রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশের বেশি।’