ঢালিউড তারকা শাকিব খান ও অভিনেতা আফরান নিশো প্রথমবার একফ্রেমে ধরা দিলেন। তাদের কাঁধে কাঁধ রেখে তোলা একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বলা যায়, এক ছবিতেই ‘তাণ্ডব’ ঘটিয়ে দিয়েছেন তারা।
মঙ্গলবার আলোচিত স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করেন পরিচালক রায়হান রাফী। এতে একে অপরের কাঁধে হাত রেখে ক্যামেরায় তাকিয়েছেন শাকিব ও নিশো। তাদের দুই পাশে আছেন প্রযোজক শাহরিয়ার শাকিল, ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র সিইও রেদওয়ান রনি, প্রথম আলোর ডিজিটাল বিজনেসের প্রধান জাবেদ সুলতান পিয়াস।
শাকিব ও নিশোর ভক্তদের মধ্যে দুই বছর ধরে কথার লড়াই চলছিল। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পায় শাকিবের ‘প্রিয়তমা’ ও আফরান নিশোর ‘সুড়ঙ্গ’। তখন শাকিবকে ইঙ্গিত করে কিছু মন্তব্য করেন নিশো। সেই থেকে দুই তারকার মধ্যে দ্বৈরথের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু কাঁধে কাঁধ রেখে ছবি তুলে তারা জানিয়ে দিলেন, নিজেদের মধ্যে সব ঠিকঠাকই আছে। এজন্য খুশি তাদের শুভাকাঙ্ক্ষীরা। সবার প্রত্যাশা, দুই তারকার কাঁধে ভর করে এগিয়ে যাবে দেশীয় চলচ্চিত্র শিল্প।

শোনা যাচ্ছে, শাকিব অভিনীত ‘তাণ্ডব’-এ অতিথি চরিত্রে পর্দায় হাজির হবেন আফরান নিশো। ‘সুড়ঙ্গ’র মাসুদ চরিত্রে ক্ষণিকের উপস্থিতি দেখা যাবে তার। এছাড়া অভিনেতা সিয়াম আহমেদ আরেকটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন ‘তাণ্ডব’ ছবিতে। এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে রায়হান রাফীর সিনেম্যাটিক ইউনিভার্স (ভিন্ন ভিন্ন চলচ্চিত্রের জনপ্রিয় চরিত্রগুলোর সম্মিলন)। যদিও নির্মাতা ও অভিনেতাদের পক্ষ থেকে এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এখনো।
এবারের ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ‘তাণ্ডব’। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। তাদের অভিনীত ‘লিচুর বাগানে’ গানটি ইউটিউবে তুফানের গতিতে এগিয়ে যাচ্ছে। এটি প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ‘তুফান’ ছবির ‘লাগে উরাধুরা’ গানের রেকর্ড ভেঙে ৫০ লাখের বেশি ভিউ অর্জন করেছে। এ প্রসঙ্গে শাকিব ও রায়হান রাফী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘পিরিতের বেড়াতে আটকে পড়ছে সবাই।’

এখন পর্যন্ত ইউটিউবে চরকির চ্যানেলে ‘লিচুর বাগানে’ দেখা হয়েছে ৪৭ লাখের বেশি বার। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার রহমান, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম। সুর ও সংগীত পরিচালনায় প্রীতম হাসান। এর কথা লিখেছেন সাত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদি আনসারি ও ইনামুল তাহসিন।
‘লিচুর বাগানে’ গানে শাকিবের নায়িকা হিসেবে অভিনয়ে ও নাচে নজর কেড়েছেন সাবিলা নূর। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এটাই তার প্রথম চলচ্চিত্র।
সাবিলা নূর ছাড়াও ‘তাণ্ডব’-এর আরেক নায়িকা জয়া আহসান। কিছুদিন আগে প্রকাশিত টিজারে তাকে একঝলক দেখা গেছে। শাকিব ও জয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ (২০১৩) ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ (২০১৫) ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। ১০ বছর পর আবার একফ্রেমে বড় পর্দায় ফিরছেন তারা।

শাকিব খান ও রায়হান রাফী বক্স অফিসে ‘তুফান’ তোলার পর এবার ‘তাণ্ডব’ চালাতে আসছেন! এর গল্প লিখেছেন রায়হান রাফী। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন আদনান আদিব খান। ‘তুফান’-এর চিত্রনাট্যকার ছিলেন তিনিই।
‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় এর আগে ‘তুফান’ ও ‘সুড়ঙ্গ’ পরিচালনা করেছেন রায়হান রাফী। ‘তাণ্ডব’-এর মাধ্যমে হ্যাটট্রিক পূর্ণ হলো তাদের। এর সহ-প্রযোজক চরকি। দীপ্ত টিভির সহযোগিতায় তৈরি হয়েছে ছবিটি।