বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

টাইমস রিপোর্ট
2 Min Read
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। ছবি: ফেসবুক পেজ
Highlights
  • প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে ৫ টি ঈদ জামাত। এসব জামাতে বিভিন্ন আলেম, ইমাম ও মুকাব্বিরা দায়িত্ব পালন করবেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ জুন (১০ জিলহজ ১৪৪৬ হিজরি) সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে ৫ টি ঈদ জামাত। এসব জামাতে বিভিন্ন আলেম, ইমাম ও মুকাব্বিরা দায়িত্ব পালন করবেন।

এতে আরো জানানো হয়, প্রথম জামাত হবে সকাল ৭টায়। ইমামতি করবেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী এবং মুকাব্বির হিসেবে থাকবেন জাতীয় মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। ইমামের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মুশতাক আহমদ। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. বিল্লাল হোসেন।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আমির হোসেন।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. জহিরুল ইসলাম।

ইসলামিক ফাউন্ডেশন বলছে, ওই পাঁচটি জামাতের কোনোটিতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মওলানা মো. শহিদুল ইসলাম ও বিকল্প মুকাব্বির হিসেবে খাদেম মো. রুহুল আমীন দায়িত্ব পালন করবেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *