ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর ‘প্রকৃত হত্যাকারীদের’ বিচারের দাবিতে দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সকাল সাড়ে ৯টা থেকে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন এবং ১০টার দিকে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশে যানজট দেখা দেয়। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে ছাত্রদল।
ছাত্রদল জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। এরমধ্যে বিভিন্ন শাখা ইউনিটের নেতা-কর্মীরা সেখানে যোগ দিচ্ছেন। স্লোগানের মাধ্যমে তাঁরা সাম্য হত্যার সুষ্ঠু বিচার ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি করছে।’
এদিকে, বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটকের কথা জানালেও তাদের পরিচয় প্রকাশ করেনি। এ নিয়ে এ হত্যা মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো।
এ নিয়ে রাকিবুল বলেন, ‘প্রশাসন নিজেরাই নিশ্চিত না, তাই আমাদের মধ্যে সন্দেহ থেকেই যাচ্ছে।’
ছাত্রদলের দাবি, শাহরিয়ার হত্যার তদন্তে গাফিলতি, মূল ঘাতকদের গ্রেপ্তারে বিলম্ব এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকের অবস্থান কর্মসূচি। ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন এলাকাও এই কর্মসূচির আওতায় রয়েছে।
সকাল থেকেই শাহবাগ ও আশপাশের এলাকায় তৈরি হয়েছে যানজট । সতর্ক অবস্থানে রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী।