৬ দফা দাবিতে মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

টাইমস রিপোর্ট
2 Min Read
৬ দফা দাবিতে বিক্ষোভ করেছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। ছবি: টাইমস

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা কলেজের গোল চত্বরে প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানার হাতে তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ কর্মসূচি থেকে জানানো হয়, এই কর্মসূচি হবে সম্পূর্ণ অহিংস ও গণতান্ত্রিক, তবে অন্যায়ের বিরুদ্ধে থাকবে আপসহীন।

তাদের দাবি, বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের বিষয়ে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

শিক্ষার্থীরা বলেন, কেবল দুঃখপ্রকাশ নয়, প্রয়োজন দায়ীদের জবাবদিহিতা, ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা।

তারা বলেন, ‘বিচারহীনতা, অবহেলা ও দমননীতির বিরুদ্ধে আমাদের অবস্থান অটল। অন্যায়ের বিরুদ্ধে নীরবতা মানেই সমর্থন।’

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে (১) নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, (২) আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ, (৩) শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের হাত তোলার ঘটনায় নিঃশর্ত ক্ষমা, (৪) নিহতদের পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ, (৫) ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক বিমান চালু, (৬) বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র নিরাপদ ও মানবিকভাবে পুনর্বিন্যাস।

সোমবার দুপুর ১টার কিছু পরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হন এবং দেড় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক আহত হয়েছেন।

মর্মান্তিক এই ঘটনার পর আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *