মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের ৫ লাখ সৌদি রিয়াল লুটে জড়িতে থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তের পর এটি ছিনতাইয়ের ‘সাজানো ঘটনা’ বলে ধারণা করছে পুলিশ।
বুধবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ৬ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতভর অভিযান চলে। এ সময় সন্দেহভাজন ৬ জনকে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের এক কর্মীও আছেন। অভিযানে ইতিমধ্যে ২ লাখ ৬৯ হাজার সৌদি রিয়াল উদ্ধার হয়েছে।’
মানি একচেঞ্জ কোম্পানীটির মালিক ঠান্ডু মিয়া। ছিনতাই করা রিয়ালের বাংলাদেশি মূল্য এক কোটি ৬৫ লাখ টাকা বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির এক কর্মী পল্টন থেকে ৫ লাখ সৌদি রিয়াল নিয়ে একটি প্রাইভেটকারে উত্তরায় যাচ্ছিলেন। সন্ধ্যার দিকে তিনি যখন তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পৌঁছেন তখন ছিনতাইয়ের ঘটনা ঘটে। কয়েকজন প্রাইভেটকারটি ঘিরে ধরে অস্ত্রের মুখে ৫ লাখ সৌদি রিয়াল লুট করে নেয়।
ছিনতাইয়ের অভিযোগ পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ তাৎক্ষনিক তদন্ত শুরু করেন বলে জানান ওসি আসলাম হোসেন।
তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে, এটি ছিল একটি সাজানো ঘটনা। গ্রেপ্তার ছয়জনের মধ্যে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির এক কর্মী আছেন। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’