বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ ও আগামীর প্রতিটি ৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা ও মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন।
মঙ্গলবার সকালে দলটির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে এই বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, ‘আজ থেকে ঠিক এক বছর আগে, ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। এটি স্বাধীনতাপ্রিয়, গণতন্ত্রপ্রিয় জনগণের জন্য একটি বিজয়ের দিন।’ তিনি জানান, দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের মানুষ প্রতিবছর এই দিনটি সরকারি ছুটির দিনে ‘স্বাধীনভাবে সানন্দে’ উদ্যাপন করবে।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না।’ এ সময় তিনি জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়ে মব ভায়োলেন্স বা জন-সহিংসতা উৎসাহিত না করার আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, আগের সরকার বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ দেশের সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দিয়েছিল।
তারেক রহমান বলেন, ‘স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যখন সরাসরি নিজের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করতে পারবে, তবেই রাষ্ট্র ও সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে।’
গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চার মাধ্যমে জনগণকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।