চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী বেলাল হোসেন ৩৪৩ দিন ধরে নিখোঁজ বলে দাবি করেছে তার পরিবার।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেলালের বড় ভাই সুমন মিয়া বলেন, ‘গত বছরের ১৫ জুলাই থেকে বেলাল নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ সহযোগিতা মিলছে না।’

স্বজনরা জানান, হাটহাজারী মাদ্রাসার ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী বেলাল নিখোঁজ হওয়ার দেড় মাস পর ২৬ আগস্ট একটি মোবাইল নম্বর থেকে রহস্যজনক মেসেজ আসে। বেলালের ফোনে আসা এ মেসেজে লেখা ছিল, ‘আমার শরীর ভালো না, মরে যাব।’ এর দুদিন পর ফের মেসেজ দিয়ে অনুরোধ করা হয়, ঘটনার ব্যাপারে যেন মাদ্রাসা শিক্ষককে কিছু না বলা হয়।
এক পর্যায়ে সন্দেহ তৈরি হলে বেলালের বড় ভাই সুমন মিয়া গতবছর ২৮ আগস্ট হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ জমা দেন। তাতে ঘটনার জন্য মাদ্রাসা শিক্ষক তরিকুল ইসলাম, ক্বারী কাসেম এবং বেলালের সহপাঠী রেজাউল ইসলাম সিফাতুল্লাহকে দায়ী করা হয়।
পুলিশ ঘটনার তদন্তে নেমে এক পর্যায়ে জানায়, বেলালের নম্বরে মেসেজ পাঠানো মোবাইল ফোনটির অবস্থান ছিল টেকনাফে। কিন্তু তারপর আর তদন্ত অগ্রসর হয়নি।
অথচ ১ সেপ্টেম্বর সেই নম্বর থেকে বেলাল নিজেই ফোন করেন। তখন বেলাল বলেন, ‘আমার ওপর চাপ দেওয়া হচ্ছে। আমাকে ওরা মেরে ফেলবে।’
সুমন মিয়া অভিযোগ করেন, বেলালের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম গাফিলতি দেখাচ্ছে। ঘটনার তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান তিনি।