রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার আটক রিকশাচালক আজিজুর রহমানকে হত্যাচেষ্টার মামলা থেকে জামিন দিয়েছে আদালত।
রোববার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত আসামির এক হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দেন।
আজিজুরকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ঝড় ওঠে। কারাগারে পাঠানোর একদিন পরই সমালোচনার মুখে জামিন পেলেন আজিজুর।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, রিকশাচালক আজিজুর রহমানকে ১৫ আগস্ট দুপুরে গ্রেপ্তার করা হয়। তার আচরণ খুবই আক্রমণাত্মক ছিল।
এদিন সকালেই ১০ মাসের একমাত্র সন্তানকে নিয়ে আদালতে আসেন আজিজুর স্ত্রী চুমকি খাতুন। শুনানিকালে আদালতে বসে ছিলেন তিনি।
চুমকি বলেন, ‘আমার স্বামী রাজনীতির সঙ্গে জড়িত না। আবেগের বশে সেখানে গিয়েছিলেন। জামিন পেয়েছেন, আমি খুশি।’
আজিজুরের পক্ষে ফারজানা ইয়াসমিন রাখী জামিন শুনানি করেন।
শুনানিতে তিনি বলেন, ‘আসামি একজন রিকশাচালক। ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন। পুলিশ তাকে গ্রেপ্তার করে। পূর্বের একটা পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজিজুর দিন আনে, দিন খায়। তার রিকশাটাও নিয়ে যাওয়া হয়েছে। তার জামিনের প্রার্থনা করছি।’
শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিনের আদেশ দেন।
জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় শনিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আরেকটি আদালত। এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান কারাগারে রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সন্দেহভাজন আসামি মো. আজিজুর রহমানের (২৭) জড়িত থাকার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। এই আসামি ধানমন্ডি-৩২ নম্বরে সাধারণ জনগণের মাধ্যমে গ্রেপ্তার হওয়ার সময় ধস্তাধস্তিতে সামান্য আঘাতপ্রাপ্ত হন। মামলা তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রোববার আসামিপক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন। জামিন শুনানির জন্য আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে, গত ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ফুল দিতে গিয়ে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয় রিকশাচালক আজিজুর রহমানকে।