১৫ কোটির ‘বরবাদ’ ছুটছে ৫০ কোটি পেরিয়ে

admin
By admin
2 Min Read
‘বরবাদ’ ছবিতে শাকিব খান । ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন্স
Highlights
  • ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত ‘বরবাদ’-এর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ২০ দিনে ছবিটির টিকিট বিক্রি থেকে এসেছে ৫০ কোটি ৮২ লাখ রুপি। তবে পুরোটাই দুই প্রযোজক শাহরিন আক্তার সুমি ও আজিম হারুন পাবেন না।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ নিয়ে উন্মাদনা চলছেই। ঢাকাসহ বিভিন্ন জেলায় একক প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটি দেখতে দর্শকদের উপচেপড়া ভিড় অব্যাহত আছে। ফলে রমরমা ব্যবসা করছেন প্রযোজক ও প্রেক্ষাগৃহ মালিকরা। ঈদুল ফিতরে মুক্তির পর ২১ দিন পেরিয়ে গেলেও এখনো বেশিরভাগ শো হাউজফুল যাচ্ছে।

১৫ কোটি টাকা বাজেটে নির্মিত ‘বরবাদ’-এর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ২০ দিনে ছবিটির টিকিট বিক্রি থেকে এসেছে ৫০ কোটি ৮২ লাখ রুপি। তবে পুরোটাই দুই প্রযোজক শাহরিন আক্তার সুমি ও আজিম হারুন পাবেন না। এরমধ্যে প্রেক্ষাগৃহ মালিক, রাজস্বসহ বিভিন্ন খাতে চলে যাবে বেশিরভাগ অংশ। বাকিটা আসবে প্রযোজকদ্বয়ের অ্যাকাউন্টে।

‘বরবাদ’ ছবিতে শাকিব খান ও ইধিকা পাল। ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন্স

এদিকে গত ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের ১৫টি থিয়েটারে ‘বরবাদ’ মুক্তি দিয়েছে এসকে ফিল্মস। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে চলচ্চিত্রের পরিবেশনা শুরু করলো শাকিব খানের প্রতিষ্ঠানটি। আমেরিকায় প্রতিদিনই এটি হাউজফুল যাচ্ছে। দর্শক চাহিদার চাপে নিউইয়র্কে ছবিটির শো বেড়েছে।

‘বরবাদ’ ছবিতে আরিয়ান মির্জা চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এতে তার সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। নীতু চরিত্রে দেখা গেছে তাকে। ‘প্রিয়তমা’ মুক্তির প্রায় দুই বছর পর আবারও তাদের রসায়ন দেখে মুগ্ধ দর্শকরা।

‘বরবাদ’ ছবির পোস্টারে শাকিব খান । ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন্স

‘বরবাদ’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় তারকা যীশু সেনগুপ্ত। জিল্লু চরিত্রে আছেন ভারতের শ্যাম ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, নাদের চৌধুরী, জাহিদ ইসলাম, মানব সাচদেব, রিয়া গাঙ্গুলী। ‘চাঁদ মামা’ শিরোনামের আইটেম গানে শাকিবের সঙ্গে নেচেছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান।

‘বরবাদ’ ছবির গানে নুসরাত জাহান ও শাকিব খান । ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন্স

ছবিটিতে গান গেয়েছেন প্রীতম হাসান, ইমরান মাহমুদুল, কোনাল, দোলা, নোবেল, জি.এম. আশ্রাফ ও খায়রুল ওয়াসী। গান লিখেছেন সোমেশ্বর অলি, প্রীতম হাসান, ইমামুল তাহসিন, জি.এম. আশ্রাফ ও কলকাতার রিতাম সেন। সুর করেছেন প্রীতম হাসান, জি.এম. আশ্রাফ, খায়রুল ওয়াসী ও কলকাতার রথিজিৎ ভট্টাচার্য।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *