হাসিনা-জয়ের বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ জারি চেয়ে পুলিশকে চিঠি  

টাইমস রিপোর্ট
1 Min Read
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি, সংগৃহীত

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির মামলার তদন্তকারী কর্মকর্তারা বৃহস্পতিবার এ চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ন্যায়বিচারের স্বার্থে আসামিদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত সমন জারি করেছে। দুর্নীতির মামলায় আসামি শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে এই রেড অ্যালার্ট জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টার্সকে অবহিত করা হয়েছে বলেও জানায় দুদক।

সংস্থাটির অভিযোগপত্রে বলা হয়, শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রজেক্টে প্লট বরাদ্দ নেন। এ সময় জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা, তার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলা করে দুদক। বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে ২০২৪ সালের ডিসেম্বরে তদন্ত শুরু করে দুদক।

সে মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হয় বৃহস্পতিবার। সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে মামলায় জব্দতালিকার ৪৪টি নথির বিষয়ে সাক্ষ্যগ্রহণ নেয় আদালত।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *