চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা নিয়ে কটূক্তি করার অভিযোগে ‘ছাত্রদল নেতা’ আরিয়ান ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ। গ্রেপ্তারকৃত আরিয়ান ইব্রাহিম ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা।
চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) এর মসজিদের সামনে এক যুবকের অশ্লীল অঙ্গভঙ্গির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
আরিয়ান ইব্রাহিম তার নিজস্ব ফেসবুক আইডি থেকে ওই অশ্লীল পোস্টটি করেন এবং তিনি ফটিকছড়ি পৌরসভার ছাত্রদলের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি হিসেবে নিজেকে পরিচয় দেন।
এর প্রতিবাদে, সন্ধ্যার দিকে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং রাত ৮টার দিকে জুলুস শেষে ফেরার পথে মুসল্লীদের বহনকারী কয়েকটি বাসে ভাঙচুর চালান। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের সভাপতি একরাম উল্লাহ চৌধুরী জানান, অভিযুক্ত আরিয়ান ইব্রাহিম ছাত্রদলের সদস্য নন। তিনি সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে হাটহাজারী অঞ্চলে উভয়পক্ষকে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করতে আহ্বান জানিয়ে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব শায়খ মুফতি হারুন ইজহা চৌধুরী বলেন, ‘এ ধরনের অন্তর্ঘাত দেশের জন্য মারাত্মক অপরিণামদর্শিতা।’
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, ঘটনার পরপরই থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।