স্বৈরাচারের প্রত্যাবর্তন দেখতে চাই না: তারেক রহমান

টাইমস রিপোর্ট
1 Min Read
বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ইউএনবি

দেশের সংবিধান বারবার লঙ্ঘনকারী এবং অবৈধ সংসদ ও সরকার গঠনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় শনিবার তিনি এ বক্তব্য দেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে দলটি।

তারেক রহমান বলেন, আমরা এমন কোনো স্বৈরাচারের প্রত্যাবর্তন দেখতে চাই না যারা গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার এবং টর্চারসেলের মতো নির্মম কার্যক্রমে জড়িত ছিল। সেই প্রত্যাবর্তন সরকারে হোক বা রাজনীতিতে।

আওয়ামী লীগের শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এখন দুটি মূল বিষয়ে একমত। প্রথমত, ভবিষ্যতে কেউ যেন বাংলাদেশকে আর কোনো পরাধীন রাষ্ট্রে পরিণত করতে না পারে। দ্বিতীয়ত, যেন কোনোভাবেই স্বৈরতান্ত্রিক শক্তিগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বুঝি, বাংলাদেশের মানুষ এই দুই বিষয়ে কোনো আপস মেনে নিতে রাজি নয়। বিএনপিসহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল জনগণের এই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *