পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ও কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। তবে ভিন্ন চিত্র নৌপথে। সদরঘাট লঞ্চ টার্মিনালে আগাম টিকিট বিক্রিতে তেমন সাড়া মেলেনি এবং অনেক কেবিনের টিকিট এখনো বিক্রি হয়নি। নিরবচ্ছিন্ন ঈদযাত্রায় সড়কে স্বস্তি থাকলেও যাত্রীদের থেকে ভাড়া নেওয়া হচ্ছে প্রায় দ্বিগুণ।
রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে বুধবার সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়।
দুপুরে রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বিভিন্ন বাস কাউন্টারে ঘুরে দেখা যায়, সবখানেই ঘরমুখী মানুষের বেশ চাপ রয়েছে। আর বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে নানা অজুহাতে।
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের দেখা যায় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে। সেখানে যাত্রীদের নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ও পুলিশের কার্যক্রম ছিল উল্লেখযোগ্য। মালিক সমিতির পক্ষ থেকেও সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

বিকেল সোয়া তিনটার দিকে মহাখালী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা দেখতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় টার্মিনালে থাকা বিভিন্ন দূরপাল্লার বাস ঘুরে দেখেন তিনি। তিনি যাত্রীদের খোঁজ-খবর নেন।
পরে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘যদি অতিরিক্ত ভাড়া কেউ আদায় করেন তবে মালিক সমিতিকে জানাবেন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করব এবারের ঈদযাত্রা নিরাপদ হবে।’
মহাখালী বাস মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কয়েকটি রুটে ভাড়া কমানো হয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনে ভাড়া ছিল ৩২৫ টাকা, এবার সেটা ১৫ টাকা কমিয়ে ৩১০ টাকা করা হয়েছে। মানুষের ঈদযাত্রা নিশ্চিত করতে ময়মনসিংহ থেকে ৫০টি খালি বাস ঢাকায় ঢুকবে।

শ্যামলী বাসস্ট্যান্ডে কথা হয় সেলিম রহমান নামে রংপুরের টিকিট সংগ্রহকারীর সঙ্গে। টাইমস অব বাংলাদেশকে তিনি বলেন, ‘আগে পীরগঞ্জের (রংপুরের) বিজনেস ক্লাস টিকেটের দাম ছিল দেড় হাজার টাকা। কিন্তু ঈদের আগে সেটার দাম হয়েছে আড়াই হাজার টাকা।’
দুইটি টিকিট কাটতে তাকে ভাড়ার বাইরেও অতিরিক্ত অর্থ দিতে হয়েছে। তিনি বলেন, ‘আমি দুইটা টিকিট কেটেছি ৫ হাজার ৩০০ টাকা দিয়ে।’ বেশি টাকা দিয়ে টিকিট কেটেও খুশি অধিকাংশ মানুষ। বাড়তি ভাড়া দিয়ে হলেও সকলে নিরাপদে ঈদযাত্রা করতে চান।
ভাড়া বাড়ার বিষয়টি গাবতলী ও কল্যানপুরের কাউন্টারের দায়িত্বরতদের কাছে ‘খুব স্বাভাবিক’। একজন কাউন্টার ম্যানেজার বলেন, ‘ঈদের আগে লাক্সারি বাসের ভাড়া বাড়ানো হয়েছে। আর নন-এসি বাসের ভাড়া আগের চেয়ে ৫০-১০০ টাকা বেড়েছে।’

এদিকে বুধবার কমলাপুরে বেলা ২টা পর্যন্ত আন্তনগর ও মেইল ট্রেন মিলিয়ে ৩১টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে৷ এগুলোর মধ্যে ৪-৫টা ট্রেন মিনিট পাঁচেক দেরি করেছে।
কমলাপুর স্টেশনের ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, ‘ঈদযাত্রায় যাতে যাত্রীরা কোনো ভোগান্তিতে না পড়েন, সেজন্য অতিরিক্ত নিরাপত্তা ও চেকিং ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনা টিকিটের যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে ব্যাপক চেকিং চলছে। হকার এবং ভবঘুরেদের স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না।’
এদিকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ মঙ্গলবার থেকে চালু করেছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এই বিশেষ সেবা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। এজন্য ৬৫০ টি বাস তৈরি রাখা হয়েছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘ডাকাতি ও ছিনতাইসহ নারী যাত্রীদের হেনস্তা রোধে দূরপাল্লার প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপন করতে অনুরোধ করা হয়েছে।’