‘সোল মেট’ যাচ্ছে মস্কোতে

টাইমস রিপোর্ট
2 Min Read
'সোল মেট'-এর পোস্টার ও পরিচালক। ছবি: সংগৃহীত

রাশিয়ার একটি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোল মেট’। মস্কোতে শুরু হওয়া নতুন এই ফেস্টিভালটির নাম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভার আন্তারিজ’। উৎসবের ‘অফিশিয়াল কমপিটিশনে’ থাকছে সিনেমাটি।

‘সোল মেট’ সিনেমাটির নির্মাতা আদেল ইমাম অনুপ। তরুণ ও নবীন এ নির্মাতার এটিই প্রথম নির্মাণ। আর শুরুতেই দেশের গণ্ডি পেরিয়ে গেলেন তিনি। ৬ আগস্ট শুরু হচ্ছে উৎসবটি, রাশিয়ার মস্কোতে এটি চলবে ১০ আগস্ট পর্যন্ত। উৎসবের ডকুমেন্ট্রি ফিল্ম কম্পিটিশনে জায়গা করে নিয়েছে ৪ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি।

উৎসব কতৃপক্ষ ই–মেইল বার্তায় তথ্যগুলো নিশ্চিত করেছে। সঙ্গে জানিয়েছে, ‘সোল মেট’ প্রজেক্টের জন্য এটি সত্যিই একটি অসাধারণ অর্জন। কারণ বিভিন্ন দেশ থেকে ২ হাজার ৪০০ টিরও বেশি চলচ্চিত্র জমা পড়ে উৎসবে অংশগ্রহণের জন্য। তার মধ্যে থেকে ২৯টি দেশের ১০৪টি চলচ্চিত্র চূড়ান্ত প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়েছে। ‘সোল মেট’ সেরাদের মধ্যে সেরার  জন্যই উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে।

নির্মাতা আদেল ইমাম অনুপ বলেন, ’আমার মতো স্বাধীন চলচ্চিত্র নির্মাতার কোনো কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়াটা সত্যি সম্মানের। আমার কাছে এটা অবিশ্বাস্যও বটে। আমাদের কাজ করাটাই বেশ কঠিন, নানান সীমাবদ্ধতা থাকে। তারপরও কিছু মানুষ আমাকে বিশ্বাস করে কাজে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।’

অনুপ জানান, তার স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি মূলত এক জোড়া জুতার গল্প। জুতা যদি অনুভূতি ব্যক্ত করতে পারত, তাহলে সে কী বলতে পারত এবং তার শেষ পরিণতি কী হয়, সেটাই দেখান হয়েছে সিনেমায়। এ সিনেমায় কোনো মানুষের মুখ দেখানো হয়নি। শুধু পায়ের অংশ দেখিয়ে করা হয়েছে দৃশ্যধারণ। এই শুটিংয়ে অংশ নেন কনক খন্দকার আর গল্পটি বলা হয়েছে ভয়েস ওভারের মাধ্যমে। তাতে কণ্ঠ দিয়েছেন রেজওয়ান কবির কল্লোল।

‘সোল মেট’ এর এখন পর্যন্ত দুটি প্রদর্শনী হয়েছে, যার দুটিই রাজধানীতে। এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ’ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার ফেস্ট’ (এফএনএফ) সিজন ওয়ান–এ, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।

‘সোল মেট’–এর গল্প লিখেছেন আদেল ইমাম অনুপ এবং রেজওয়ান কবির কল্লোল। চিত্রনাট্য করেছেন শেখ কোরাশানী, সম্পাদনা ও সিনেমাটোগ্রাফি করেছেন আসাদুজ্জামান আবীর, সহকারী সিনেমাটোগ্রার ফজলে রাব্বী।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *