সোলজারে ভিলেন চঞ্চল চৌধুরী

আহমেদ জামান শিমুল
3 Min Read
চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

শাকিব খান ও চঞ্চল চৌধুরীকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল রায়হান রাফী পরিচালিত ‘তুফান’-এ। পর্দায় দুজনের মুখোমুখি অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। সে ছবিতে শাকিব একইসঙ্গে ছিলেন নায়ক ও খলনায়ক, আর চঞ্চল ছিলেন একজন পুলিশ অফিসার। শুরুতে ইতিবাচকভাবে তার চরিত্র উপস্থাপন করা হলেও শেষে নেতিবাচক দেখানো হয় ছবিটিতে।

‘তুফান’ মুক্তির আগে থেকে দুই তারকার ভক্তরা দাবি করে আসছিলেন চঞ্চল চৌধুরীকে খলনায়ক এবং শাকিব খানকে নায়ক করে একটি ছবি নির্মাণের। তাদের দীর্ঘদিনের সে আশা এবার পূরণ হতে চলেছে। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ ছবিতে চঞ্চল চৌধুরী প্রধান খলনায়ক হিসেবে অভিনয় করবেন।

প্রযোজনা সংস্থার একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে চঞ্চল চৌধুরীর সঙ্গে এ সম্পর্কিত মৌখিক আলাপ আলোচনা হয়ে গেছে। তিনি সম্মতি দিয়েছেন কাজ করার। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য সবাই অপেক্ষা করছেন শাকিব খানের যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফেরার জন্য।

শাকিব খানের সঙ্গে ‘সোলজার’-এ অভিনয় করছেন কিনা এবং তা প্রধান খলনায়ক চরিত্রে—প্রশ্ন ছিল চঞ্চল চৌধুরীর কাছে। টাইমস অব বাংলাদেশ শুক্রবার বিকেলে যখন তাকে এ প্রশ্নটি করা হয়, তখন তিনি বিস্ময় প্রকাশ করেন এ খবরে। জনপ্রিয় এ অভিনেতা বলেন, ‘না তো! আমি তো জানিই না কিছু। আমার সঙ্গে তো কোনো কথা হয়নি এ ছবির ব্যাপারে।’

ছবির পরিচালক ফাহাদ হোয়াটস অ্যাপে বলেন, ‘আমাদের ছবির নায়িকা কিংবা খলনায়ক এগুলো কারা করছেন তা এখনই বলতে চাইছি না। আমরা ৩-৪ দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত করে তারপর জানাব।’

তবে ছবিটির প্রযোজনা সংস্থা লাফিং এলিফ্যান্ট সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চঞ্চল চৌধুরীর সঙ্গে শুক্রবার রাতে ছবিটিতে কাজ করার ব্যাপারে চুক্তি হওয়ার কথা রয়েছে। তাই হয়তো তিনি এ ব্যাপারে মুখ খুলছেন না। তবে তিনি ছবিটিতে থাকছেন তা নিশ্চিত করে বলা যায়।

‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এতে শাকিব একজন গোয়েন্দা এজেন্টের চরিত্রে অভিনয় করবেন। যিনি কিনা দেশের বিভিন্ন গুরুত্ব মিশনে নিজেকে নিয়োজিত করেন। তিনি ছবিটি নিয়ে বলেন, ‘ধুমধাড়াক্কা ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে। এবার একটু ভিন্ন ধরনের গল্পভিত্তিক সিনেমা আনতে চাই। সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’ সেরকম একটি ছবি হতে যাচ্ছে।’

আগামী মাস থেকে ছবিটির টানা শুটিং চলবে এবং এই ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা প্রযোজকের।

‘সোলজার’ ছাড়াও চঞ্চল চৌধুরী আগামী মাস থেকে কলকাতার আরেকটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে। ব্রাত্য বসু পরিচালিত ছবিটির নাম ‘শিকড়’। এটি আগামী বছরের শুরুতে মুক্তির কথা রয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *