সীমান্তে ছবি তুলতে গিয়ে আটক দু’জন, ফেরত আনল বিজিবি

টাইমস রিপোর্ট
1 Min Read
দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি পতাকার বৈঠকের পরে ফেরত আনা হয় দুই বাংলাদেশিকে। ছবি: ইউএনবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুজনকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, শনিবার রাত ২ টার পর বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয়েছে।

বিএসএফের হাতে আটক হওয়া ওই দুই বাংলাদেশি হলেন- মাহফুজ ইসলাম ইমন, তিনি এসএসসি পরীক্ষার্থী ও ধবলসতি এলাকার বাসিন্দা। অপরজন ইমনের মামা সাজেদুল ইসলাম।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার আগে পাটগ্রাম উপজেলার ধবলসতি গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ মেইন পিলারের এক নম্বর সাব পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

স্থানীয়রা জানান, মহাস্থানগড় বগুড়া থেকে বেড়াতে আসা সাজেদুলকে নিয়ে ইমন সীমান্তের একটি চা বাগানে এলাকায় ছবি তুলতে গিয়েছিলেন।

এ সময় পাট গ্রামের ধবলসতি সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলার এলাকায় বিএসএফের ২৫-৩০ জনের একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে সীমান্তে লোকজন জড়ো হতে থাকে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে পতাকা বৈঠকের মাধ্যমে আটক হওয়ার প্রায় আট ঘণ্টা পর তাদের ফিরিয়ে আনা হয়।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার জানান, পতাকা বৈঠকের পর ওই দুজন বাংলাদেশিকে ফেরত এনে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *