সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এই টেস্টের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে জয় এসেছে ৮টিতে। সাম্প্রতিক পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে টাইগাররা।
ম্যাচটিতে স্বাগতিক বাংলাদেশ পাঁচ বোলারের আক্রমণ সাজিয়েছে— যার মধ্যে রয়েছে দুই স্পিনার ও তিন পেসার রয়েছেন।
এ বছরের প্রথম টেস্ট হওয়ায় উভয় দলই জয় দিয়ে বছর শুরু করতে চায়।
ম্যাচ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, টপ-অর্ডারে ধারাবাহিক ব্যাটিং করাই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে, জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, তারাও ভাল করতে মরিয়া।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা।
জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, নায়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচি।