সালমান শাহর সঙ্গে বন্ধুত্বের গল্প শোনাবেন আগুন

টাইমস রিপোর্ট
2 Min Read
আগুন ও সালমান শাহ। ছবি: কোলাজ

নব্বই দশকের গানের গল্প নিয়ে নতুন একটি অনুষ্ঠান শুরু হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ নামের এ অনুষ্ঠান প্রচারিত হবে প্রতি শনিবার রাত ১২ টায়। ৬ সেপ্টেম্বর প্রচারিত হবে প্রথম পর্ব। এই পর্বে গল্প করবেন সংগীতশিল্পী আগুন। একই দিনে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী।

১৯৯২ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় গান করে দারুণ জনপ্রিয়তা পান আগুন। সালমান শাহ’রও প্রথম সিনেমা ছিলো এটি। এই সিনেমায় গান করতে গিয়ে সালমানের সাথে বন্ধুত্ব হয় আগুনের। পরবর্তীতে সালমানের বেশিরভাগ গানেই কন্ঠ দিয়েছেন আগুন। তাই দু’জনের অনেক স্মৃতি রয়েছে। এ অনুষ্ঠানে গানের গল্পের পাশাপাশি সালমান শাহকে নিয়েও কথা বলেছেন আগুন।

নব্বই দশকের গোড়ায় ‘সাডেন’ ব্যান্ডের মধ্য দিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় আগুনের। পরবর্তীতে প্লেব্যাকের জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন তিনি। অনুষ্ঠানে সে সময়কার অনেক স্মৃতিকথা শোনা যাবে তার কাছ থেকে। বাবা প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক খান আতাউর রহমান এবং প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু’র কথা বলতে গিয়ে অঝোরে কাঁদেন আগুন।

হুমায়ুন আহমেদের সিনেমায় গান করতে গিয়ে অন্যরকম এক অভিজ্ঞতার বর্ণনা করেছেন। বলেছেন তার তুমুল জনপ্রিয় গান ‘আমার স্বপ্নগুলো’ সৃষ্টির গল্প।

রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সম্পর্কে প্রযোজক বলেন, ‘নব্বই দশক আমাদের সংগীতের অন্যতম সোনালী অধ্যায়। বিশেষ করে ব্যান্ড সংগীতের একটা উম্মাতাল জোয়ারে মাতোয়ারা ছিলো তখনকার প্রজন্ম। এ অনুষ্ঠানে সেই নস্টালজিক সময়ের গল্প বলবেন জনপ্রিয় ব্যান্ডতারকা এবং সংগীতশিল্পীরা। গল্পের পাশাপাশি গানও শোনাবেন। আশা করি, অনুষ্ঠানটি দর্শকদের জন্য উপভোগ্য হবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *