ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাম্য হত্যার মামলাটি ডিবির কাছে তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োগের কাজ চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় পুলিশ তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০) নামে তিন জনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠিয়েছে।
সাম্য হত্যার ঘটনায় ছাত্রদল ‘প্রকৃত খুনিদের’ গ্রেপ্তারের দাবি তুলে আন্দোলনে নেমেছে। রোববারও তারা শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেছে। এটি রাজনৈতিক হত্যাকান্ড এবং প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা হয়নি বলে তারা অভিযোগ করেছেন।
পরিস্থিতি পর্যালোচনায় রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খানসহ একটি প্রতিনিধি দলের সঙ্গে। তিনি সাম্য হত্যার তদন্তভার ডিবিতে হস্তান্তরের আশ্বাস দেন। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।