ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক পালন ও অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
বৈঠকের পর উপাচার্য উপস্থিত সাংবাদিকদের বলেন, শোক পালন ও ক্লাস-পরীক্ষা বন্ধের পাশাপাশি বৈঠকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজু ভাস্কর্যের পেছনের গেইটটি বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে রমনা পার্কের মতো একটি স্মার্ট পার্ক হিসেবে গড়ে তোলা হবে।
ভিসি নিয়াজ আহমেদ আরও বলেন, ‘ডিএমপি থেকে একটি পুলিশবক্স স্থাপন করা হবে, যেটি শুধু উদ্যানে নিরাপত্তার কাজ করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কাজে অংশীজন বা সহযোগী হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের সেখানে নিয়োজিত করবে। এছাড়া নিয়মিত সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানের জন্য একটা টিমও গঠন করা হবে। আমরা এর আগেও রেইড দিয়েছি। তবে সেটা দীর্ঘমেয়াদী করা যায়নি।’
‘আমরা একটা রেইড টিম করবো যেখানে ডিএমপি ও আমাদের প্রক্টরিয়াল টিমের সদস্যরা থাকবেন। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে সবখানে লাইটের ব্যবস্থা করার জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে জানিয়েছি।’
মঙ্গলবার গভীররাতে দুর্বৃত্তদের হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র মৃত্যু হয়। এ ঘটনায় ক্যাম্পাসে উঠে প্রতিবাদের ঝড়।