সাজেক যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় দুজনের প্রাণহানি

টাইমস রিপোর্ট
1 Min Read
নিহত রাকিবুল ইসলাম ও জিহাদ। ছবি: টাইমস

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঈদগাঁও সদর ইউনিয়নের জাগিরপাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে রাকিবুল ইসলাম (২২) ও একই ইউনিয়নের কালিরছড়া এলাকার শামসুল ইসলামের ছেলে জিহাদ (২১)। এই দুজন সম্পর্কে ফুফাত-মামাত ভাই।

নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে খাগড়াছড়ির সাজেক ভ্রমণের উদ্দেশে রওনা দেন। পথে চুনতিতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী পিকআপের সঙ্গে ধাক্কা খায়। এতে রাকিব ও জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোর্শেদ জানিয়েছেন, পিকআপ চালক আমির উদ্দীন ও সহকারী জয়নাল আবেদিন জোবাইরকে আটক করা হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *