সাইবার নিরাপত্তা আইন এখন সক্রিয়: ফয়েজ তৈয়্যব

টাইমস রিপোর্ট
1 Min Read
শনিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: টাইমস

দেশে সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয়ভাবে কার্যকর হচ্ছে। এ আইন ইন্টারনেটের অপব্যবহার রোধ, তথ্য চুরি প্রতিরোধ, সিস্টেম সুরক্ষা এবং তথ্যপ্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নবপ্রণীত আইন, নীতি ও সংস্কার নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়েজ তৈয়্যব বলেন, ‘দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ইন্টারনেট চালু করা হয়েছে। শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের ইতিবাচক দিকগুলো জানাতে হবে এবং এর সুফল সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘প্রথমবারের মতো চালু হয়েছে নাগরিক সেবা কেন্দ্র। এখান থেকে সাধারণ মানুষ আইডি কার্ড আবেদন থেকে শুরু করে ইউটিলিটি বিল পরিশোধসহ নানা সরকারি সেবা সহজে পাবেন, কোনো হয়রানি ছাড়াই।’

এ ছাড়া তিনি আইসিটি কর্মকর্তাদের সাধারণ মানুষকে আরও সচেতন করতে প্রশিক্ষণের আয়োজন করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানগুলো কার্য পরিচালনায় কোনো সমস্যার সম্মুখীন হলে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।’

সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *