বার্তা সংস্থা ইউএনবির সাবেক চিফ অব করেসপন্ডেন্টস ও সিটি এডিটর শামীম আহমদ মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, রোববার শারীরিক অবস্থার অবনতি হলে শামীম আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শামীম আহমদ ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসে মিনিস্টার (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব)-এর সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।