সর্বদলীয় সংহতি সমাবেশের ডাক গণঅধিকার পরিষদের

টাইমস রিপোর্ট
2 Min Read
হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশ ডেকেছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার বিকাল ৩টায় শাহবাগে এই সর্বদলীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানিয়েছে গণঅধিকার পরিষদ। সমাবেশে দলটির নেতাকর্মী, সমর্থক এবং গণতন্ত্রকামী জনগণকে অংশ নিয়ে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাতেও আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত শুক্রবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সংবাদ সম্মেলন করার সময় দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর বর্বরোচিতভাবে হামলা করা হয়। সেই সঙ্গে দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। এই ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়, অনেকের অবস্থা গুরুতর।’

সরকারের পক্ষ থেকে এ ঘটনার বিচারের আশ্বাস দিলেও হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকার পরেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় গণঅধিকার পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারির যোদ্ধা হিসেবে অবদান রেখেছেন। জুলাই অভ্যুত্থানের পরও তার মতো নেতার ওপর এমন নির্মম হামলা চালানো হয়েছে, যা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়। এটি কেবল গণঅধিকার পরিষদের ওপর নয়, বরং সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা।’

‘গণঅধিকার পরিষদ মনে করে এই হামলার পেছনে আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করার চক্রান্ত।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *