‘ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়’, বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘ইসি যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহায়তা ছাড়া কোনোভাবেই নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের সময়ে সরকারের সঙ্গে স্বাভাবিকভাবেই আলোচনা হবে।’
তিনি জানান, নির্বাচন কমিশন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনাও তৈরি রয়েছে।
তবে প্রয়োজন হলে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
সিইসি আরও বলেন, ‘নির্বাচন একটি বড় ও সমন্বিত কর্মযজ্ঞ। এর সফল বাস্তবায়নে প্রশাসন ও সরকারের বিভিন্ন স্তরের সহযোগিতা অপরিহার্য।’