অন্তর্বর্তী সরকারের শরীরে ‘বঙ্কিম বাতাস’ লেগেছে বলে সন্দেহ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। যার কারণে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে বলে মনে করেন তিনি।
রোববার দুপুরে নয়া পল্টনে জাতীয়তাবাদী ভ্যান ও রিকশা শ্রমিক দলের উদ্যেগে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করেছেন। বাংলাদেশের পলিমাটির যে বাতাস এ বাতাস অত্যন্ত পরিশোধিত বাতাস। এ বাতাসের মাঝে এখন কিছু বঙ্কিম বাতাসও প্রবাহিত হয়, ক্ষমতায় এলেই চিরস্থায়ী ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে। যেটি দেখেছিলেন শেখ মুজিবুর রহমান, যেটি দেখেছিলেন শেখ হাসিনা, তেমনি আবারও বঙ্কিম বাতাসটা অন্তর্বর্তী সরকারের শরীরেও লাগছে কিনা, এটি মানুষের কাছে বড় ধরনের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।’

ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘কেন দুই-একজন লোকের কথায় বা দুই-একটি রাজনৈতিক দলের কথায় প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের কথা বলছেন। এপ্রিল মাসে তো প্রচণ্ড খরতাপ থাকে, ঝড় বৃষ্টি হয়, এসএসসিহ পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা থাকে। সে সময় কেবল রোজার ঈদ শেষ হবে। এপ্রিলে নির্বাচন হলে রমজানে প্রচারণা চালাতে হবে। রোজা রেখে প্রচারণা চালাবে কীভাবে। মানুষ রোজা রাখবে না নির্বাচনের প্রচারণা করবে। এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত, এটি অর্বাচীনের মতো কাজ, অপরিণামদর্শী সিদ্ধান্ত বলে জনগণ মনে করে।’
তিনি বলেন, ‘গণতন্ত্রের একটি প্রধান মাধ্যম হচ্ছে নির্বাচন। অধিকাংশ মানুষ যাকে সমর্থন করবে, ভোট দেবে, তারাই বিজয়ী হবে। এটিই নির্বাচন। গণতেন্ত্রর মূল উপাদান হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের খুব দুর্ভাগ্য। গণতন্ত্র নিজেই এক দুর্ভাগ্যের মধ্যে পড়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়েই যেন গড়িমসি।’
প্রধান উপদেষ্টার উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘কোন সূতার টানে, কার পারামর্শে তিনি নির্বাচন নিয়ে টানাহেচঁড়া করছেন। নির্বাচনই নিজেই কেন জানি একটা টানাপোড়েনের মধ্যে আছে। এ পরিস্থিতি তো হওয়ার কথা নয়। আমরা সব না বুঝলেও এটি বুঝি। তিনি জাপানে গিয়ে বলে দিলেন একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না। কিন্তু একটি দলের আয়তন কত, তার প্রশস্ত কতটুকু, তা কি তিনি জানেন না? অবশ্যই জানেন। তার মতো দায়িত্বশীল কী করে এসব কথা বলেন? এরপরও আপনি দেখেন কত রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে।’
সংগঠনের আহ্বায়ক জহির রায়হানের সভাপতিত্বে ও আফজাল হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহুবুব ইসলাম, ডা. জাহিদুল কবির প্রমুখ।