সরকারের একটি অংশ নানা ‘অপকৌশলে জড়িত’: তারেক রহমান

টাইমস রিপোর্ট
1 Min Read
Highlights
  • ‘শিক্ষাঙ্গন, স্থানীয় সরকার বা জাতীয় সরকার—বিএনপি প্রতিটি ক্ষেত্রে জনগণের সরকারি ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের পক্ষ। এসব ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার  বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কি না, এটি এক বিরাট প্রশ্ন’,

অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা ‘অপকৌশলের আশ্রয়’ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বিকালে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: নারকীয় আশুলিয়া’ শীর্ষক স্মরণ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদকে হটিয়ে জনগণ অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্র পরিচালনার ভার দিয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের মাঝে যেসব কথা শোনা যায়, অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা “অপকৌশলের আশ্রয়” নিচ্ছে।’

‘শিক্ষাঙ্গন, স্থানীয় সরকার বা জাতীয় সরকার—বিএনপি প্রতিটি ক্ষেত্রে জনগণের সরাসরি ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের পক্ষ। এসব ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার  বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কি না, এটি এক বিরাট প্রশ্ন’, যোগ করেন তিনি।

বিএনপি নেতা বলেন, ‘শত শহীদের রক্তের বিনিময়ে পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্র ও রাজনীতিতে পুনর্বাসিত হতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্ত দেশে গণতন্ত্রে উত্তরণের যাত্রাকে সংকটে ফেলে দিতে পারে। ফ্যাসিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ মাথা চাড়া দিতে পারে। অন্তর্বর্তী সরকারকে এসব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

‘প্রতিটি জনগণ যেনো সরাসরি কথা বলতে পারেন, এ জন্য বিএনপি সব সময়ই অবাধ, নিরপেক্ষ ও সুস্ঠু নিবার্চনকে প্রধান্য দেয়’ উল্লেখ করেন তারেক রহমান।

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *