সন্ত্রাসী এক্সেল বাবু গ্রেপ্তার

টাইমস রিপোর্ট
1 Min Read
দুর্ধর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ছবি: সেনাবাহিনী

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে দুর্ধর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুসহ ৪ জনকে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, ‘বেলা সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু (৫৬) সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর বসিলা সেনা ক্যাম্প থেকে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।’

‘এক্সেল বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে ১৫টির অধিক মামলা রয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গোয়েন্দা তথ্যমতে, এক্সেল বাবু কুখ্যাত কিশোর গ্যাং ‘টিন এজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলক্যানো’ এবং দুর্ধর্ষ অপরাধী ‘কব্জিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার’ এর গডফাদার হিসেবে পরিচিত।’

‘বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *