দেশের ৬ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। হবিগঞ্জে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নারীসহ নিহত হয়েছেন ৪ জন। এখানে আহত হয়েছেন আরও ৫ জন। সিরাজগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন। ময়মনসিংহে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। চুয়াডাঙ্গায় বাসের চাপায় পাখিভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এদিকে মেঘনা সেতুতে মালবাহী ট্রাক উল্টে দীর্ঘ যানজট তৈরি হয়। তবে সেখানে হতাহতের ঘটনা নেই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, হবিগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানান, বাসা বাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিলেন। পিকআপটি রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, ‘ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। লাশগলো উদ্ধার করে সদর হাসপাতালে রাখা হয়েছে।’

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নয়নগাঁতী কবরস্থানের সমনে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন পাবনা জেলার আমিনপুর উপজেলার হরিনাথপুর গ্রামের মাইক্রোবাসচালক মো. মুনছুরুল আলম বাবুল (৪০) ও যাত্রী মানিক চন্দ্র শীল (৪২)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, ‘ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।’

ময়মনসিংহের ভালুকায় সিএনজিচালিত অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন। শুক্রবার(১৮ এপ্রিল) দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লাল মিয়া (৩২) এবং ৪ নম্বর ওয়ার্ডের সুরজত আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৮)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ভালুকাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চারজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে রোকেয়া বেগমও মারা যান।
গুরুতর আহত অবস্থায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার তইমুদ্দীনের স্ত্রী জোসনা আক্তার (৬৫) ও পূর্ব ভালুকা এলাকার লাল মিয়ার স্ত্রী তাসলিমাকে (৩০) মমেক হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান জানান, সিএনজি ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নয়মাইল বাজারে বাসের চাপায় পাখিভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৬৫) ও মাহম্মদজমা গ্রামের খান্দারপাড়ার চাল ব্যবসায়ী সরোয়ার হোসেন (৭০)।
স্থানীয়রা জানান, রাজ্জাক ও সরোয়ার নয়মাইল বাজারের সিন্দুরিয়া রোড থেকে পাখিভ্যানে করে সরোজগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হন। পথে নয়মাইল এলাকায় পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি বাস তাদের পাখিভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাইদুল ইসলাম (৫০) নামের এক অটোরাইস মিলের শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাউদপাড়া এলাকায় ফুলবাড়ী-টু-খরিবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত সাইদুল উলিপুর উপজেলার কাশেম বাজার এলাকার উমর আলীর ছেলে এবং ফুলবাড়ী সদরে জোবেদা অটোরাইস মিলের শ্রমিক ছিলেন। কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলা সদর ইউনিয়নের সাউদপাড়া এলাকায় ফুলবাড়ী-খরিবাড়ী সড়কে একটি পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইদুল নিহত হন।

ওদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতুতে একটি মালবাহী ট্রাক উল্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সড়কে ধীরগতিতে গাড়ি চলায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোর ৬টার দিকে সেতুর ঢাকামুখী লেনে অতিরিক্ত রড বোঝাই ট্রাকটির চাকা বিকল হয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা রড সেতুর ওপর ছড়িয়ে পড়লে ওই লেনে যান চলাচল বিঘ্নিত হয়। তবে সেখানে হতাহতের সংবাদ পাওয়া যায়নি।