শ্রীলঙ্কাকে উড়িয়ে শিরোপার খুব কাছে বাংলাদেশ

টাইমস স্পোর্টস
2 Min Read
শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ। ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে জয় যেন এখন স্বাগতিক বাংলাদেশের অভ্যাসে পরিণত হয়েছে। আজ গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে বিধ্বস্ত করেছে শ্রীলঙ্কাকে। এতে ৫ ম্যাচে ৫ জয়, সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের একক শীর্ষে অবস্থান করছে লাল-সবুজের মেয়েরা।

আগামী ম্যাচে প্রতিপক্ষ নেপাল। যাদের পয়েন্ট এখন ১২। আজকের অন্য ম্যাচে তারা ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে। ফাইনালের সমীকরণটা এখন অনেকটাই পরিষ্কার—নেপাল যদি বাংলাদেশকে হারাতে পারে, তখন উভয় দলেরই পয়েন্ট হবে ১৫। সে ক্ষেত্রে হেড-টু-হেডে গোল ব্যবধান নির্ধারণ করবে চ্যাম্পিয়ন কে হবে। যদি সেটিও সমান হয়, তাহলে গড়াবে টাইব্রেকারে।

তবে বাংলাদেশ যদি নেপালের সঙ্গে ড্রও করতে পারে, তাহলে ১৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবে স্বাগতিক দল। সেজন্যই শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটা ছিল খুব গুরুত্বপূর্ণ, আর সেখানে বাংলাদেশের মেয়েরা আবারও প্রমাণ করেছে—তারা শিরোপার দাবিদার।ম্যাচের প্রথম গোলটি আসে ২৫তম মিনিটে। বক্সের বাইরে থেকে কানন রানীর নিখুঁত শটে এগিয়ে যায় বাংলাদেশ। ১৩ মিনিট পর সুরমা জান্নাতের দুর্দান্ত একটি শট পোস্টে লেগে ফিরে আসে। ইনজুরি টাইমে পূজা দাস ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে গোলের ধারা বজায় রাখে বাংলাদেশ। পূজা বিশ্বাসের দারুণ ফিনিশে হয় তৃতীয় গোল। ৮৬ মিনিটে তৃষ্ণা রানী স্কোরশিটে নাম লেখান। এরপর ইনজুরি টাইমে বক্সে হ্যান্ডবলের ঘটনায় পেনাল্টি পায় স্বাগতিকরা। অধিনায়ক আফিদা খন্দকার সফলভাবে স্পটকিক নেন, আর ৫-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে প্রধান কোচ পিটার বাটলার বেশ কয়েকটি পরিবর্তন করেন। আফিদাসহ মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নতুনদের মাঠে নামান তিনি। ম্যাচে শ্রীলঙ্কার গোলরক্ষক একাধিকবার মাঠে লুটিয়ে পড়েন অসুস্থ হয়ে। শেষ দিকে তাকে তুলে এনে নতুন গোলরক্ষক নামানো হলেও লাভ হয়নি—তিনিও গোল হজম করেন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। আজ ফলাফল হয়তো কিছুটা কম, তবে মাঠে দাপট ছিল একচেটিয়াভাবে বাংলাদেশের মেয়েদের। অনেকগুলো সুযোগ নষ্ট না হলে স্কোরলাইন আরও বড় হতো—তা আর বলার অপেক্ষা রাখে না।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *