বড় পর্দা ও ছোট পর্দার ১৭ জন তারকার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর ভাটারা থানায় মামলাটি হয় বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
অভিযুক্তদের তালিকায় আছেন– চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার, নুসরাত ফারিয়া, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আশনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা আজিজুল হাকিমসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রী।
মামলায় তারকাদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের ২৮৩ জন সংশ্লিষ্ট ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও কয়েকশ’ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার বাদী এনামুল হকের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার ভাটারায় গুলিবিদ্ধ হন তিনি। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, অভিযুক্ত তারকারা ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলন দমনে বিপুল আর্থিক সহায়তা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সংঘটিত সহিংসতায় এনামুল হক গুলিবিদ্ধ হন।