শেখ হাসিনার পিও মিজান রিমান্ডে

টাইমস রিপোর্ট
2 Min Read
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা (পিও) এসএম মিজানুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নাশকতার মামলায় শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র রিমান্ডের এ আদেশ দেন।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে এদিন মিজানকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই আশরাফুল ওমর আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মিজানুর রহমানের পক্ষে অ্যাডভোকেট ওবাইদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, ‘আসামি নির্দোষ, নিরাপরাধ। তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। তিনি ঘটনা সম্পর্কে আদৌ জ্ঞাত নন। একটা ঘটনা সৃষ্টির পর মামলা দায়ের করে তার নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া তিনি জটিল রোগে আক্রান্ত। রিমান্ড বাতিল চেয়ে তার জামিনের প্রার্থণা করছি।’

শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন। আদালতে নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার নিউমার্কেট থানাধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ নাশকতায় অংশ নেয়। এতে প্রতিষ্ঠানটির ৪ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (স্যার এ এফ রহমান হল) ছাত্র সোহাগ মিয়া গত ২৫ নভেম্বর নিউমার্কেট থানায় মামলা করেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *