যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া সংক্ষিপ্ত পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া পোস্ট প্রসঙ্গে ড. ইউনূস লেখেন, ‘৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রাখার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্যনীতি বাস্তবায়নে আমরা আপনার প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে আগ্রহী।’
বার্তা সংস্থা বাসস জানায়, এর আগে বুধবার (৯ এপ্রিল) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হচ্ছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট পণ্যে সর্বনিম্ন ১০ শতাংশ হারে শুল্ক কার্যকর থাকবে। ট্রাম্প জানান, তবে চীনা পণ্যের ক্ষেত্রে শুল্কহার বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।
এর আগে, বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৭ শতাংশ পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে সোমবার (৮ এপ্রিল) প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি লেখেন ড. ইউনূস। চিঠিতে তিনি বাংলাদেশে মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক সুবিধা বাড়ানোর পাশাপাশি গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সরঞ্জামের মতো প্রধান রপ্তানি পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ কমানোর আহ্বান জানান।
চিঠিতে অধ্যাপক ইউনূস লেখেন, ‘আমরা আমাদের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করতে চাই আগামী প্রান্তিকের মধ্যেই। এর জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ সভা আয়োজনের প্রয়োজন রয়েছে। তাই অনুরোধ, বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখুন। আমি আশাবাদী, আপনি আমাদের অনুরোধ বিবেচনায় নেবেন।’